সুনামাগঞ্জের জগন্নাথপুরে দু পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত মাছুম মিয়া (২৫) শনিবার ভোরে মৃত্যুবরণ করেছেন।
সে পৌর শহরের বাড়ী জগন্নাথপুর গ্রামের নুর মিয়ার ছেলে। এঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নুর মিয়া ও তার বাবা মনোফর আলীর মধ্যে বিরোধ চলে আসছে বৃহস্পতিবার বিকালে ছোট শিশুদের কথাকে কেন্দ্র করে তাদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় দু’পক্ষের ৫ জন আহত হয়।
আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় গুরতর আহত মাসুম মিয়া শনিবার ভোর ৫ ঘটিকায় সিলেট ওসমানী মেডিকেলে মৃত্যুবরণ করেন।
সংঘর্ষের ঘটনায়, আসামী মনোফর আলী, সাহেদা বেগম, হোসাইন মিয়া, হাসান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান সংঘর্ষের ঘটনায় থানায় হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। আমরা শনিবার ৪ জনকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছি।