ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

জয়পুরহাট ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

এম রাসেল আহমেদ, জয়পুরহাটঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ জুন ২০২৩ ১২:১৬:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে জয়পুরহাটের শগুনা চারমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

নিহত মোটরসাইকেল আরোহীর নাম আমিরুল (৩২)। তার বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই মোটরসাইকেল আরোহী ফেন্সিডিল নিয়ে বিরামপুর থেকে পাঁচবিবি হয়ে পুরোনাপৈল বাইপাস হয়ে বগুড়া বা অজ্ঞাত স্থানে যাওয়ার পথে শগুনা চারমাথা এলাকায়  ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, ওই মোটরসাইকেল চালকের পিঠে একটি কালো ব্যাগে ৩৭ বোতল ফেন্সিডিল ছিল। এ ঘটনা নিহতের পরিবারকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি মাদক কারবারি।