জয়পুরহাটের ক্ষেতলালে ২০০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
১৭ই আগস্ট বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শিবপুর বাজার থেকে মাদক কারবারী মাসুদ খন্দকার (৩০)কে আটক করে ক্ষেতলাল থানা পুলিশ।আটককৃত মাসুদ উপজেলার পাঁচুইল খন্দকার পাড়ার বাবু খন্দকারের ছেলে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।