রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কর্মকর্তা, সহায়ক কর্মচারী, সাধারণ কর্মচারী, পরিবহন কর্মচারী সমিতির ব্যানারে সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্যারিশ রোডে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি এই মানবন্ধনের আয়োজন করা হয়।
মানবন্ধনে বক্তারা ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বহালের দাবি জানিয়ে বলেন, সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বহাল রয়েছে। এমন অবস্থায় রাবির ভিসির দেয়া কোটা বাতিলের ঘোষণা বিশ্ববিদ্যালয়ের সবার মাঝে বৈষম্যের সৃষ্টি করেছে। দাবি আদায়ের স্বার্থে আগামীতে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
এর আগে রাবির শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২ জানুয়ারি রাতে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন রাবি ভিসি। এদিকে রাবির ভিসি অধ্যাপক সালেহ হাসান নকীব জানান, শান্তিপূর্ণ আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার। তবে ৫ আগস্টের পর ঘন-ঘন এধরণের আন্দোলনের ফলে একদিকে যেমন রাবির শিক্ষা কার্যক্রম পিছিয়ে পড়ছে, তেমনি ভাবে প্রশাসনিক ব্যবস্থাও ক্ষতিগ্রস্থ হচ্ছে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ