সাতক্ষীরা শ্যামনগরে হিংস্র মহিষের আক্রমণ নারী-পুরুষ সহ ৬ জন গুরুতর জখম হয়েছেন। সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার বাঁশখালী গ্রামে মহিষটি জবাই করার সময় অসাবধানবশত এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, বাঁশখালী গ্রামের করিম গাজীর ছেলে বিল্লাল হাসান, শামসুর মোড়লের ছেলে মিজান মোড়ল, জুম্মান গাজীর ছেলে হামিদ গাজী, নূরুজ্জামান গাজীর ছেলে ইব্রাহিম গাজী, অনিমেষ মন্ডলের স্ত্রী সবিতা রানী মন্ডল ও গোলাম রবানী।
পরিবারর বরাত দিয়ে কৈখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, ৯টার দিকে মহিষটি জবাই করার প্রস্তুতি কালে দড়ি ছিড়ে যায়।
এসময় ঘটনাস্থলে উপস্থিত উক্ত ছয় ব্যক্তিকে মহিষটি তার শিং দিয়ে গুতিয়ে গুরুতর জখম করা করে। আহতদের দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হিংস্র মহিষটিকে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে ।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান, আহতদের মধ্যে বিল্লাল হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে। তবে আহতদের আঘাত গুরুতর বলে তিনি জানান।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ