ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১

ঝিনাইদহে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৭:২২:০০ অপরাহ্ন | খুলনা

ঝিনাইদহে ফসল উৎপাদনে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলার গাগান্না গ্রামের মাঠে সদর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টী চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা খামারবাড়ীর অতিরিক্ত পরিচালক ড. ফ ম মাহবুবুর রহমান, উপ-পরিচালক মোফাকখারুল ইসলাম, ডেপুটি চীফ সাদেকুর রহমান, যশোর অঞ্চলে কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক রমেশ চন্দ্র ঘোষ, সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবিব, উপ-সহকারী কৃষি অফিসার মফিজ উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, ট্রাইকো কম্পোস্ট সার ব্যবহারে মাটির গঠন ও বুনট উন্নত করে পানি ধারণক্ষমতা বাড়ায়, পানির অপচয় রোধ করে। এ সার মাটির অম্লত্ব ও লবণাক্ততা নিয়ন্ত্রণ করে ফসলের উৎপাদন ও গুণগত মান বাড়িয়ে কৃষকের আয় বৃদ্ধিতে সহায়তা করে।
যশোর অঞ্চলে কৃষি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে বাস্তাবায়িত প্রদর্শনীর এই মাঠ দিবসে ওই এলাকার শতাধিক কৃষাণ-কৃষাণী অংশ নেয়।




সবচেয়ে জনপ্রিয়