ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

ঝিনাইদহের জেলারকে পদন্নোতি জনিত বদলী হওয়ায় বিদায়ী সংবর্ধণা

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪২:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মোঃ শরিফুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে জেল সুপার পদে পদন্নোতি জনিত বদলী হওয়ায় বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়েছে। রোববার রাতে সিও সংস্থার আয়োজনে শহরের চকলাপাড়া এলাকায় সিও'র প্রধান কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়।

সেসময় ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মোঃ শরিফুল ইসলাম, সিও সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সামসুল আলম, নির্বাহী পরিচালকের সহধর্মিণী শাহীদা খাতুন, সংস্থার সহকারী পরিচালক তোফাজ্জেল হোসেন,  পরিচালক অর্থ মাফিদুল আলম, পরিচালক 

তি এবং এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, টেলিভিশন সাংবাদিক ফোরামের যুগ্ম-সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ওয়ান নিউজবিডি, দৈনিক বায়ান্ন ও দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, আজিজ খানসহ সিও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে তার কর্মজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।