ঠাকুরগাঁও সদর উপজেলার মোট ২০ টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
শনিবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগেরে দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সদর উপজেলার ২০টি ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন যারা:- ১নং রুহিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মমিনুল হক বাবু, ২নং আখানগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রোমান বাদশা, ৩নং আকচা ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, ৫নং বালিয়া ইউনিয়নে নুর এ আলম ছিদ্দিক, ৬নং আউলিয়াপুর ইউনিয়নে আতিকুর রহমান, ৭নং চিলারং ইউনিয়ন ঋষিকেশ রায় লিটন, ৮নং রহিমানপুর ইউনিয়নের খেলাফত চেয়ারম্যান, ৯নং রায়পুর ইউনিয়নের নুরুল ইসলাম, ১০নং জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম ইমদাদুল হক, ১১ন মোহম্মাদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সোহাগ হোসেন, ১২নং সালন্দর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল, ১৩নং গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইজ উদ্দিন সাজু, ১৪নং রাজাগাঁও ইউনিয়নের খাদেমুল ইসলাম সরকার, ১৫নং দেবীপুর ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন, ১৬নং নারগুন ইউনিয়নের সেরেকুল ইসলাম, ১৭নং জগন্নাথপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলাল মাস্টার, ১৮নং শুখানপুকুরী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: আনিছুর রহমান, ১৯নং নং বেগুনবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বনি আমিন, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের অনিল কুমার সেন, ২১নং ঢোলারহাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন।
সদর উপজেলার ২০টি ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ শীর্ষ স্থানীয় নেতারা ওই ২০ ইউপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের কাছে পাঠান।
এরই প্রেক্ষিতে ২০ নভেম্বর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড দুই উপজেলার ২০টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন বলে জানা গেছে।
ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর, মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ ৩০ নভেম্বর, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ২ ডিসম্বর এবং আগামী ২৩ নভেম্বর ২০২১ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়।