ঢাকা, মঙ্গলবার ৭ মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

তৃণমূলে উঠান বৈঠকে সারা ফেলেছে নান্দাইলের এমপি তুহিন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ২০ সেপ্টেম্বর ২০২৩ ০২:৩৬:০০ অপরাহ্ন | দেশের খবর

আওয়ামীলীগ সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তৃণমুলে নারীদের সাথে উঠান বৈঠকে ব্যাপক সারা ফেলেছেন ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের দুই বারের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। প্রতিবারের মতোই সংসদীয় কার্যক্রম শেষে নান্দাইল নির্বাচনী এলাকায় এসে তৃণমুল পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সাধারন নারী-পুরুষের মাঝে সরকারের উন্নয়ন বার্তা পৌছে দিচ্ছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিতকরণ সহ সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসিয়ে নান্দাইল তথা সারা বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগমান করতে চান। সে লক্ষ্যে নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে গণসংযোগ এবং তৃণমুলে নারীদের সাথে উঠান বৈঠক করে যাচ্ছেন।

2-799

উঠান বৈঠক শেষে উন্নয়নের বার্তা নিয়ে তিনি বিভিন্ন পাড়া ও মহল্লা ঘুরে বেড়াচ্ছেন। এপর্যন্ত তিনি ৮০টিরও বেশি উঠান বৈঠক করেছেন। উঠান বৈঠকে নান্দাইল উপজেলা চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, পৌরমেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল সহ ইউনিয়ন জনপ্রতিনিধিগণ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দকে সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকার বিজয় সুনিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন বলে এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন এই প্রতিবেদককে বলেন। এছাড়া তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকেই এই উঠান বৈঠকের ধারণা নিয়েছিলেন। শেখ হাসিনা তাকে ভালোবেসে দুইবার নৌকা প্রতীক দিয়েছিলেন। এবারও আশাবাদী পুনরায় তাকেই নৌকা উপহার দিবেন। তাই সরকারের উন্নয়নমূলক কাজগুলো সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার আগাম ভোট প্রার্থনা করছেন।