ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

দিনাজপুর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর | প্রকাশের সময় : শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ০৩:২৩:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ১৪ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোকসেদ আলী মঙ্গোলিয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন  জোনাল সেটেলমেন্ট অফিসার  সালাউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ  মোফাজ্জল  হোসেন দুলাল,  সহ-সভাপতি মাহবুব আহমেদ,  খালেকুজ্জামান  বাবু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ময়নুল হক, জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম  পরিষদ সদস্য এডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, জেলা জামাতে ইসলামীর সেক্রেটারি  মুহাদ্দিস ডক্টর এনামুল হক, দিনাজপুর কালচারাল একাডেমীর পরিচালক মোঃ কামরুল হাসান রাসেল, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মিনারা পারভীন, নতুন প্রজন্মের শিক্ষার্থী শেখ নাবা রহমান প্রমুখ। 

শেষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন গ্রুপে  চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ফটো  জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জিন্নাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, দিনাজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের  প্রধানগণ, জেলা বিএনপি ও জেলা জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা- প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ  উপস্থিত ছিলেন।