ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

দিরাই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জরুরী খাদ্য সহায়তা, হাইজিন কিট ও গো- খাদ্য বিতরণ

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২ ১০:০৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
 
বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় জরুরী সহায়তা কার্যক্রম, বন্যায় ক্ষতিগ্রস্থ ১হাজার ৩ শ ৮৭ টি পরিবারের মাঝে জরুরী খাদ্য সহায়তা, হাইজিন কিট ৮ শ পরিবারের মাঝে ও গো- খাদ্য  ৪ শ ১৪ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
 
 রবিবার(১৮ সেপ্টেম্বর) সকাল থেকে (দিন ব্যাপী) সুনামগজ জেলার দিরাই উপজেলা এফআইভিডিবির বাস্তবায়নে, ওয়েলথহাংগারহিলফের সহযোগিতায় জরুরী খাদ্য সহায়তা, হাইজিন কিট ও গো- খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন এফআইবিডিবির লাইভহুড এ্যানহেন্সমেট প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম কোর্ডিনেটর ফখরুল ইসলাম চৌধুরী, এফআইভিডিবি এন্ড আইএফএসপির
রিজিওনাল মোঃ বজলুর রহমান, এফআইভিডিবি আরইসিসি এর প্রজেক্ট কোর্ডিনেটর মুকুল দাস, দিরাই উপজেলা ইমার্জেন্সী সাপোর্ট প্রজেক্ট রেসপন্স অফিসার এন্ড এফআইভিডিবির মতিহরণ সরকার, এফআইভিডিবি আরইসিসি প্রজেক্ট এর টেকনিক্যাল স্পেশালিস্ট আবু সাদাত প্রধান
প্রমূখ। মানুষজন খাদ্য সহায়তা, হাইজিন কিট ও গো- খাদ্য খুবই আনন্দিত।