ঢাকা, সোমবার ৬ জানুয়ারী ২০২৫, ২৩শে পৌষ ১৪৩১

দুই ভাগে বিভক্ত হয়ে কেন্দ্রীয় কর্মসূচি পালন করল মির্জাগঞ্জ উপজেলা বিএনপি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা : | প্রকাশের সময় : বুধবার ১৬ অগাস্ট ২০২৩ ০৮:১২:০০ অপরাহ্ন | দেশের খবর

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে দোয়া অনুষ্ঠান পালন করেছে।

বুধবার (১৬ আগস্ট) সাড়ে ৫ টার দিকে উপজেলার পৃথক দুইটি জায়গায় এই দোয়া- মাহফিল অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি অংশ উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মসজিদে অন্য অংশটি সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদরাসা মসজিদে কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য ২০২২ সালের ২১ অক্টোবর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের ভোটে শাহাবুদ্দিন নান্নু সভাপতি ও জাহাঙ্গীর আলম ফরাজী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কাউন্সিলের প্রায় ৮ মাস পর গত ১১ জুলাই ১১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু শারীরিক অসুস্থতার জন্য ঢাকা থাকায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি  আহসানুল্লাহ পিন্টু শিকদারের নেতৃত্বে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মসজিদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । এখানে উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপি'র সহ- সভাপতি ফারুক হোসেন মুন্সি, আইয়ুব আলী খান, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য মোবারক আলী মুন্সি, বিএনপির যুগ্ম সাধারণ  সম্পাদক আসাদুজ্জামান মনির,  গোলাম সরোয়ার  মঞ্জু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বাপ্পি, উপজেলা বিএনপির সাংগঠনিক হোসাইন মোহাম্মদ শামিম,  যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান শাহিন ও ফেরদৌস হাসান সৌরভ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস হোসাইন সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

একই সময় দারুসসুন্নত ফাজিল মাদ্রাসা মসজিদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজির নেতৃত্বে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এডভোকেট মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শাম¯, সদস্য সচিব গাজী আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাসার মোখলেছ সহ প্রমূখ।

এ সময় দুই দোয়া মাহফিল অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।

বিভক্ত হয়ে কর্মসূচি পালনের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু শিকদার বলেন, উপজেলা বিএনপির উদ্যোগে দুই মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। 

অপর পক্ষের নেতা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজী বলেন, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েই এই কর্মসূচি পালন করেছি।\