ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

দেবিদ্বার পৌর নির্বাচনে মনোনয়নপত্র যচাই-বাছাইয়ে ১৩ মেয়র প্রার্থীর মাঝে ৭ জনের বাতিল

মুরাদনগর প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ১৯ জুন ২০২৩ ০৯:৩৯:০০ অপরাহ্ন | দেশের খবর
কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে মেয়র পদে ১৩টির মাঝে ৬ জনের মনোয়নপত্র বৈধতা পেয়েছে এবেং ৭ জনের প্রথমিকভাবে বাতিল ঘোষনা করা হয়েছে।
সোমবার সকাল ১২-৩০ মিনিট হতে দেবিদ্বার উপজেলা পরিষদের হল রুমে রিটানিং অফিসার (সিনিয়র জেলা নির্বাচন অফিসার) মোঃ মঞ্জুরুল আলম, দেবিদ্বার উপজেলা নির্বৃাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলতাফ হোসেন মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে বৈধ ও বাতিল তালিকা ঘোষনা করেন। 
মেয়র পদে মনোনয়নপত্রের বৈধতা পেলেন- আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের সাবেক ছাত্রলীগ নেতা মো. সাইফুল ইসলাম (শামিম), স্বতন্ত্রপদে দৈনিক কালের কন্ঠ দেবিদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান (বাশার) (সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা (সিপিবি) জেলা কমিটি), মো. শাহজাহান মোল্লা (বিএনপি কুমিল্লা (উঃ) জেলার সাবেক সহ-সভাপতি), মো. শরিফুল ইসলাম সুমন, এম,এ কাইয়ুম ভুইয়া (আওয়ামীলীগ ২নং পৌর ওয়ার্ড কমিটির সভাপতি), এডভোকেট মো. সাইফুল ইসলাম সরকার।
বাতিল হওয়ারা হচ্ছেন মো. মোসলেহ উদ্দিন ভুইইয়া (আওয়ামীলীগ উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক), সাংবাদিক আবুল খায়ের (দৈনিক যুগান্তর কুমিল্লা ব্যুরো প্রধান), মো. ছায়েদুর রহমান (সবুর), , আলহাজ্ব মো. আবুল কাশেম চেয়ারম্যান (আওয়ামীলীগ পৌর কমিটির সভাপতি ও কুমিল্লা (উঃ) জেলা কমিটির উপদেষ্টা), এম গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা (আওয়ামীলীগ উপজেলা কমিটির সদস্য), মো. কাউছার হায়দার (শ্রমিক লীগ উপজেলা সাবেক সাধারন সম্পাদক), মো. ছিদ্দিকুর রহমান সরকার।
উল্লেখ্য দেবিদ্বার পৌরসভা প্রতিষ্ঠার ২১ বছর পর স্থানীয় সরকার মন্ত্রনালয় গত ৩১ মে নির্বাচন তফসিল ঘোষণা করেন। ওই তফসিল অনুযায়ী আজ (সোমবার) ছিল মনোনয়ণপত্র যাচাই-বাছাই। ২৫ জুন প্রত্যাহার, ২৬ জুন প্রতীক বরাদ্ধ এবং ১৭ জুলাই ভোট গ্রহন। অন্যদিকে সংরক্ষিত কাউন্সিলর পদে- ১৯টির মাঝে ১টি শারমিন আক্তার ব্যাতিত সব বৈধ এবং সাধারন কাউন্সিলর পদে- ৭৬টির সব গুলোই বৈধতা পেয়েছে।