ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

নবীগঞ্জে উরসে অতিরিক্ত মাদকসেবনে ২ জনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৭ জানুয়ারী ২০২৪ ০২:০২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ওরসে অতিরিক্ত মাদক সেবন করে মাতলামির সময় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নোমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যেরাতে এ দুজনের মৃত্যু হয়।

 

মৃতরা হলেন- ইনাতগঞ্জ ইউনিয়নের কাঁকড়া গ্রামের আব্দুল কালাম (৫০) ও পার্শ্ববর্তী গোলডুবা গ্রামের আব্দুল আজিজ (৫৫)।

 

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান নোমান হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত কাঁকড়া গ্রামে নবীনশাহের মাজারে উরস অনুষ্ঠান হয়। অনেকে সেখানে প্রকাশ্যে মাদকসেবন করেছেন। কালাম ও আজিজ অতিরিক্ত মদ পান করে মাতলামি করছিলেন। এক পর্যায়ে একজন মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরজনকে অজ্ঞান অবস্থায় স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, দুই জনের মৃত্যুর খবর শুনেছি। তবে বিষয়টি নিয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। মৃত দুইজন আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানতে পেরেছি।