ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

নবীনগরে কমিউনিটি ক্লিনিক ও ইউপি উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ০৫:২১:০০ অপরাহ্ন | দেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা লাউর ফতেহপুর ইউনিয়নের ডা. শাহ আলম কমিউনিটি ক্লিনিক ও জিনদপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে তিনি এ পরিদর্শন করেন। পরিদর্শনকালে আগত রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজখবর নেন‌। তারপর ক্লিনিক ও ইউপি উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত স্টাফদের সাথে মতবিনিময় করেন‌। 

ক্লিনিক ও উপ-স্বাস্থ্য কেন্দ্রের সকল ধরনের রেজিস্টার আপডেট, ঔষধ সরবরাহ, সিজি ও সিএসজি কমিটির মিটিং সম্পর্কে খোঁজখবর নেন এবং হাজিরা রেজিস্টার পর্যবেক্ষণ করেন। ক্লিনিক  উপ-স্বাস্থ্য কেন্দ্রের পরিস্কার পরিচ্ছন্নতাসহ সার্বিক বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক উপজেলা এমটি (এমটিইপিআই) সৈয়দ মেশকাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. শফিকুল ইসলাম, সিএইচসিপি মো. হাবিবুর রহমান ও মো. সুজন মাহমুদ (স্যাকমু) প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, নবীনগরের প্রত‍্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বদ্ধপরিকর।

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএ