ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

নাসিরনগরে ৪টি গরু ও পিকআপ সহ চোর আটক

তন্ময় আহমেদ, নাসিরনগর | প্রকাশের সময় : শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ১০:০২:০০ পূর্বাহ্ন | দেশের খবর

নাসিরনগর তুল্লাপাড়া থেকে চুরি হওয়া গরু ও পিকআপসহ এক চোরকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ।

শুক্রবার সকাল ১০ টার দিকে নাসিরনগর থানার এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর-সরাইল সড়কের কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া গ্রামের মোস্তাক মিয়ার দোকানের সামনে থেকে গরুচোর উলফত আলী (৩৫)আটক করে। গ্রেফতার উলফত আলী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। পুলিশ তার কাছ থেকে চারটি চোরাই গরু ও একটি পিকআপ জব্দ করে। 

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শফিকুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ