ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

নির্মানাধীন ভবনের দেয়াল চাপায় শান্তর মৃত্যু

মোঃ বনি হরিনাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি | প্রকাশের সময় : সোমবার ১৯ জুন ২০২৩ ১১:২৯:০০ অপরাহ্ন | দেশের খবর
 
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের  বাকচুয়া গ্রামে নির্মাণাধীন ভবনের দেয়াল চাপায় শান্ত (৯) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু একই গ্রামের রামপ্রসাদের ছেলে।
 
এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় শান্ত তাদের প্রতিবেশি আলমের নির্মাণাধীন বাড়ির দেওয়ালের পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে সে সদ্য নির্মিত দেওয়ালের উপর উঠে নিচে লাফ দিলে দেয়ালটি তার গায়ের উপর ভেঙ্গে পড়ে। এতে মাথায় ইটের আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শিশু শান্তর মৃত্যু হয়।
 
হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে হরিণাকুণ্ডু থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।