নড়াইল সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের নলদীরচর এলাকায় চন্দ্রা কুঞ্জতে কবি বিপুল বিশ্বাসসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। নড়াইল কবিতা আসরের উদ্যোগে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোবরা মিত্র মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের জেষ্ঠ্য প্রভাষক রবীন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ইকবাল হোসেন।
নড়াইল কবিতা আসরের প্রচার সম্পাদক এসকে সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-চিত্রশিল্পী বলদেব অধিকারী, মাগুরার বেরইল নাজির আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ধ্রুব দাম, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, নড়াইল পৌরসভার সাবেক কমিশনার কল্যাণ মুখার্জি, আগদিয়া-শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নড়াইল কবিতা আসরের সম্পাদক আহাদ আলী মোল্যা, হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর গোস্বামী, চিত্রশিল্পী সুকুমার বাগচীসহ অনেকে।
এছাড়া অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত কবি বিপুল বিশ্বাস এবং মানপত্র পাঠ করেন সহকারী অধ্যাপক ধ্রুব দাম।
অনুষ্ঠানে আবৃত্তি করেন-কবি যাযাবর মুনির, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক কবি উজির আলী, ইসলামাবাদ দাখিল মাদরাসার শিক্ষক কবি টিপু সুলতান, চন্দ্রকথা সাহিত্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি সবুজ সুলতান এবং পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কবি মিজানুর রহমান।
নড়াইল সদরের কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের সন্তান কবি বিপুল বিশ্বাস দীর্ঘদিন ধরে সাহিত্য সাধনা করে যাচ্ছেন। এ পর্যন্ত তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছে। ভক্তরা তাকে 'গাঁয়ের কবি' বলেন। তবে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ইকবাল হোসেন বিপুল বিশ্বাসকে 'মানবতার কবি' হিসেবে অভিহিত করেন। প্রধান অতিথি বলেন, বিপুল বিশ্বাসের কবিতা পড়লে তার মধ্যে মানবতার বিষয়টি বেশি ফুটে উঠে। তাই আজ থেকে তাকে মানবতার কবি হিসেবে মূল্যায়ন করতে চাই।
এদিকে, ২০২৪ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ১৩জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধিত ছাত্রছাত্রীরা তাদের সাফল্য ধরে রেখে ভবিষ্যতেও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন। দেশের কল্যাণে কাজ করতে চান তারা।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ