ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

নড়াইলে যুবলীগকর্মী হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন

ফরহাদ খান, নড়াইল : | প্রকাশের সময় : রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ ০৬:০২:০০ অপরাহ্ন | দেশের খবর
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে যুবলীগকর্মী আজাদ শেখ (৩২) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পেড়লী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পেড়লী বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠন নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ারও দাবি করেন ভুক্তভোগী পরিবারসহ বক্তারা।  

পেড়লী ইউনিয়ন যুবলীগ সভাপতি নিহত আজাদের ছোটভাই সাজ্জাদ শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-কালিয়া উপজেলা যুবলীগের আহবায়ক খান রবিউল ইসলাম, যুগ্মআহবায়ক আশিষ ভট্টাচার্য, পেড়লী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু, হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম শেখ, ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পলাশ মাহমুদ মোল্যা, অবসরপ্রাপ্ত শিক্ষক রেজাউল করিম শেখ, পেড়লী বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু মুছা রানা, মাওলানা মহিউদ্দিন শেখ, নিহত আজাদের মা খুরশিদা বেগম, স্ত্রী হালিমা বেগমসহ অনেকে।

বক্তারা বলেন, যুবলীগের খুলনা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ থেকে বাড়িতে ফেরার পথে গত ২০ জুলাই সন্ধ্যায় পিরোলী থানকাপাড়া চৌরাস্তা এলাকায় প্রতিপক্ষের হামলায় আজাদ শেখ নিহত হন। ঘটনার তিনদিন পর ২০ জনকে আসামি কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই সাজ্জাদ শেখ। এলাকার বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আজাদকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ বক্তাদের। ঘটনার প্রায় দুইমাস অতিবাহিত হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করেনি। বরং মামলা তুলে নেয়ার জন্য আসামিরা বাদী সাজ্জাদ শেখকে হত্যার হুমকি দিচ্ছে।

এ সময় নিহত আজাদের মা খুরশিদা বেগম এবং বিধবা স্ত্রী হালিমা বেগম ও দুই শিশু সন্তান কান্নায় ভেঙ্গে পড়েন।