নড়াইল সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর, নড়াইল সদরের আয়োজনে শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ছয় হাজার ২৮০ জন কৃষকের মাঝে সার এবং বীজ বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন-জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাশরাফি বিন মর্তুজা এমপির বাবা গোলাম মোর্তুজা স্বপন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ, শাহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমানসহ অনেকে।
২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ছয় হাজার ২৮০ জন কৃষকের মাঝে সার এবং বীজ বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন-জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাশরাফি বিন মর্তুজা এমপির বাবা গোলাম মোর্তুজা স্বপন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ, শাহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমানসহ অনেকে।