ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

নড়াইলের সড়ক-মহাসড়কে সাড়ে ৪ হাজার বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

ফরহাদ খান, নড়াইল | প্রকাশের সময় : সোমবার ১৯ জুন ২০২৩ ০৭:৩৯:০০ অপরাহ্ন | দেশের খবর

নড়াইলের সড়ক-মহাসড়কে সাড়ে ৪ হাজার গাছ রোপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার (১৯ জুন) বিকেলে নড়াইল-মাগুরা সড়কের মহিলা কলেজ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন-সড়ক ও জনপথ বিভাগ নড়াইলের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান, এনডিসি মুহাম্মদ আছিফ উদ্দীন মিয়া, বন বিভাগের কর্মকর্তা আব্দুর রশিদ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, ঠিকাদার রেজাউল আলমসহ বিভিন্ন পেশার মানুষ।

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, নড়াইল-যশোর সড়ক ছয় লেনে উন্নয়নের লক্ষ্যে দুইপাশে অনেক গাছ কাটা পড়েছে। এছাড়া নড়াইল-মাগুরা সড়কের বিভিন্ন বাঁক সোজাকরণেও গাছ কাটা পড়েছে। এদিকে, রেলপথ নির্মাণেও নড়াইলের বিভিন্ন এলাকায় গাছ কাটা হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিভিন্ন সড়ক-মহাসড়কের দুইপাশে সাড়ে ৪ হাজার বৃক্ষরোপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বনজ ও সৌন্দর্যবর্ধন গাছ লাগানো হবে।  #