ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

প্রায় ৮৪ লক্ষ ভারতীয় জাল রুপি-টাকাসহ চক্রের এক সদস্য গ্রেপ্তার

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১২:৫৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রুস্তমপুর গ্রাম থেকে র‌্যাব-৯ এর অভিযানে ভারতীয় জাল রুপি ও জাল টাকাসহ জাল নোট প্রস্তুতকারী চক্রের সদস্য যুগেন্দ্র মল্লিক (৪১) -কে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল র‌্যাব-৯ সূত্রে জানা যায়, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল কোম্পানির একটি টিমের অভিযানে গ্রেফতার হওয়া যুগেন্দ্র মল্লিক এর কাছ থেকে ভারতীয় ১৪ লক্ষ ৬৫ হাজার ৫০০ রুপি মূল্যমানের জাল নোট এবং বাংলাদেশী ৬৯ লক্ষ ৫২ হাজার ৯০০ টাকা মূল্যমানের জাল নোটসহ সর্বমোট ৮৪ লক্ষ ১৮ হাজার ৪০০ রুপি/টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।
র‌্যাব-৯, শ্রীমঙ্গল কোম্পানি কমান্ডার মেজর আব্দুল মুকিত নাফিজ বলেন, সোমবার ২৬ ফেব্রুয়ারি ২০২৪ইং, রাতে শ্রীমঙ্গল উপজেলার রুস্তমপুর গ্রাম থেকে যুগেন্দ্র মল্লিককে গ্রেফতার করা হয়। তিনি বলেন, দীর্ঘদিন যাবত জাল টাকা তৈরি করে আসল টাকা বলে মানুষের নিকট বিক্রয় করে আসছিল যুগেন্দ্র মল্লিক। চক্রের অন্যান্য সদস্য এবং যেকোন পর্যায়ের জাল নোট প্রস্তুতের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের পর জব্দকৃত জাল নোট ও অন্যান্য আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।