বগুড়ার সোনাতলা ৮৫ বছর বয়সী বৃদ্ধা জাহেরা বেওয়া হত্যার মামলা সন্দেহভাজন আসামী হেলাল উদ্দিন (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-১২ সিপিএসসি বগুড়া এবং সিপিসি-৩ র্যাব-৪ মানিকগঞ্জ। র্যাব-১২ সিপিএসপি বগুড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে সন্দেহভাজন ভিকটিমের ছেলে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন ভূমদক্ষিণ এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তর (ইন্ট উইং) ঢাকার সহযোগিতায় রবিবার বিকেল পৌনে ৬টার দিকে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র্যাব-৪ সিপিসি-৩ যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন আসামী হেলাল উদ্দিন কে গ্রেফতার করে। হেলাল সোনাতলা উপজেলার গাড়ামারা গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র।
উল্লেখ্য ২৬ আগষ্ট রাত আড়াইটার দিকে বৃদ্ধা জাহেরা বেওয়াকে তার বসতবাড়ীতে অজ্ঞাতনামা আসামীরা গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। পরদিন জাহেরা বেওয়ার বড় ছেলে মোঃ কামাল শেখ বাদী সোনাতলা থানায় অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ ঘটনার পরদিন ভিকটিমের ছেলের বউ মোছাঃ সকিনা বেগম (৪১) কে গ্রেফতার করে। তবে এখনও বৃদ্ধা জাহেরা হত্যা রহস্য উদঘাটন করতে পারিনি পুলিশ।
র্যাবের-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, সন্দেহভাজন আসামী হেলাল উদ্দিনকে সোনাতলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।