ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ২৫ জুন ২০২৩ ১১:৩০:০০ অপরাহ্ন | দেশের খবর

 বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে সাদিকুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে।

রোববার (২৫ জুন) দুপুরে নন্দীগ্রাম উপজেলার বুড়ুইল ইউনিয়নের সিধইল গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

ইউপি সদস্য মহিদুল ইসলাম বাবু জানান, দুপুর ২টার দিকে শিশু সাদিকুর রহমান বাড়ির বাইরে খেলাধূলা করছিলো। খেলাধূলার পর কোনো এক সময় সে পুকুরের পানিতে নামে।

কিছুক্ষণ পর তাঁর মাসহ পরিবারের সদস্যরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তাঁকে খুঁজে পায়নি। পরে বাড়ির পাশের পুকুর থেকে শিশু সাদিকুর রহমানের মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।