পড়া লেখার পাশাপাশি শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে জেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন ফুটবল স্টেডিয়াম মাঠে এই ফুটবল খেলার উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিডি) মোহাম্মাদ আল মারুফ।
জেলা শিক্ষা অফিসার ও স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক মোঃ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, বগুড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বগুড়ার চেম্বার সভাপতি মাসুদুর রহমান মিলন, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা। এছাড়া বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক সহ ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন অতিথি বৃন্দ। পরে বেলুন ও পায়রা উড়িয়ে ফুটবল খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মাদ মারুফ।