রবিবার বগুড়া জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়। পুলিশ সদস্যরা ছাড়াও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।
পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এই ফল উৎসেেব দেশীয় মৌসুমী ফল দিয়ে সাজানো হয়। ফল উৎসবে পুলিশ লাইন্স স্কুলে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী দামী সুর্য্যডিম আম উপহার দেন।
ফল উৎসবে পুলিশ সুপারসহ সিআইডি’র পুলিশ সুপার কাউছার শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম নয়ন, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর,বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু এবং শিক্ষিকা নাসিমা খাতুন বক্তব্য রাখেন। এছাড়া শিক্ষার্থী শিশু আজমাইন হোসেন ফল উৎসবে রকমারী দেশীয় ফলের সমারহ দেখে তার মুগ্ধ প্রতিক্রিয়া তুলে ধরে বক্তব্য ধরেন। এসময় বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উৎসবে আম, কাঠাল, লটকন জাম, জামরুল লিচ,ু তরমুজ, দেশীয় খেজুর, জাম্বুরা, কামরাঙ্গা বাঙ্গিসহ ২৫ ধরনের দেশীয় ফল স্থান পায়। বক্তারা বাঙালী ঐতিহ্যের দেশীয় ফলের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিতি করে তোলার ওপর গুরুত্ব দিয়ে বলেন এ ধরনের উদ্যোগ আমাদের সমৃদ্ধ করবে।