ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

বগুড়ায় তারুণ্যের উচ্ছ্বাসে স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শনিবার ২৪ জুন ২০২৩ ০৬:৩৭:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 চাকরী প্রার্থী ও উদ্যেক্তা তরুন তরুনীদের উচ্ছ্বসিত অংশ গ্রহনের মধ্যে দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শনিবার বগুড়ায় দিন ব্যাপী স্মার্ট কর্মসংস্থান মেলা অনু্িষ্ঠত হয়েছে। মেলা ছাড়াও আয়োজনে ছিলো দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার এবং আলোচনা। বগুড়া শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এই মেলায় প্রধান অতিথি হিসাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে সম্পৃক্ত হওয়ার ওপর জোর দিয়ে বলেন, এধরনের মেলার মাধ্যমে দক্ষ ও যোগ্য মানব সম্পদ গড়ে উঠবে। তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় মেলার আয়োজন করা হয়।

বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসংস্থান মেলার উদ্বোধক ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বগুড়া ৪ আসনের সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। এছাড়া বগুড়া চেম্বার অব কর্মাসের সভাপতি মাসুদুর রহমান মিলনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সফল উদ্যেক্তা, ফ্রিল্যান্সাররা তাদের সাফল্যের সুচনা তুলে ধরে অংশগ্রহনকারী তরুন-তরুনীদের উদ্দীপ্ত করেন। মেলায় স্থানীয় প্রতিষ্ঠানসহ প্রতিষ্ঠিত ৩৩টি আইসিটি কোম্পানী চাকরী দেয়ার জন্য স্টল স্থাপন করে। সেখানে চাকরী প্রার্থী তরুন তরুনীরা ব্যাপক উৎসাহে উদ্দীপনা নিয়ে সিভি জমা দেয়ার পর একই দিন ইন্টারভিউ গ্রহন ও চাকরী দেয়ার ব্যবস্থা ছিলো। মেলায় তারুণ্যের উচ্ছ্বাসে চাকরী প্রার্থীদের উপস্থিতি ছিলো লক্ষনীয়।

প্রধান অতিথি বলেন, শুধু মাত্র চাকারী দেয়া এই মেলার মুল উদ্যেশ্যে নয়। চাকরীদাতা ও চাকরী প্রার্থীদের মধ্যে সেতুবন্ধন গড়াসহ নতুন উদ্যোক্তা তৈরী এর অন্যতম উদ্দেশ্যে। সরকারের উদ্দেশ্যে সুপ্ত প্রতিভা কাজে লাগানো এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা। তরুণ উদ্ভাবকদের প্রশিক্ষন দেয়া হলে তারা কর্মসংস্থান সৃস্টি করে দেশের মুখ উজ্জল করবে। তিনি বলেন সরকারের লক্ষ্য আগামী ২০২৫ সালের মধ্যে তথ্য ও প্রযুক্তি খাত ভিত্তিক ৫ বিলিয়ন রপ্তানীতে উন্নীত করা। ১০ লাখ তরুনের নতুন কর্মসংস্থান সৃস্টি করা। প্রশিক্ষনের মাধ্যমে স্মার্ট নাগরিক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন উপহার দিয়েছেন বিগত ৪০ বছরে তা হয়নি। তিনি বগুড়াকে র্স্মাট নগরী হিসাবে গড়ে তোলা এবং এখানে হাইটেকপার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারসহ নতুন উদ্যোগ ও এর অগ্রগতি তুলে ধরেন। অনুষ্ঠানে নারী উদ্যেক্তাদের অনুদান দেয়া হয়। পরে প্রতিমন্ত্রী বগুড়ার বিলনুরইল মৌজায় হাটটেক পার্ক স্থাপনের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন।