ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

বগুড়ায় বাল্য বিয়ে রোধ বিষয়ক প্রকল্পের অবহিতকরন সভা

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ ০৩:০৮:০০ অপরাহ্ন | দেশের খবর

সোমবার বগুড়ায় বাল্য বিয়ে রোধ বিষয়ে এক প্রকল্পের অবহতিকরণ সভা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়া আয়োজিত এই অবহতিকরন সভায় বাল্য বিয়ে, যৌন হয়রানী রোধ ও কিশোরীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা হয়।

‘এক্সসেলারেটিং এ্যাকশন টু ইন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ’ শীর্ষক এই প্রকল্পের দ্বিতীয় পর্যায় চালু উপলক্ষে অবহিতকরণ সভার আয়োজন করা হয়। বগুড়াসহ দেশের ১০টি জেলায় এই প্রকল্পের দ্বিতীয় পর্যায় চালু হচ্ছে। অন্য জেলা গুলো হচ্ছে- জামালপুর,গাইবান্ধা, সিরাজগঞ্জ, বাগেরহাট,পটুয়াখালি, নড়াইল,নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ। জিওবি ও ইউএনএফপিএ’র অর্থায়নে প্রকল্পটি পারিচালিত হচ্ছে।

বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই প্রকল্পের বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক শহিদুল ইসলাম। সভায় জানান হয়, বাল্য বিয়ে হ্রাস,ও বাল্য বিয়ের শিকার হয়ে গর্ভধারনের ঝুঁকিতে থাকা কিশোরীদের সক্ষমতা বৃদ্ধি, প্রকল্পের কিশোরী রিসোর্স সেন্টারের কার্যক্রম অব্যাহত রাখা, জেন্ডার প্রমোটর নিয়োগ ও প্রশিক্ষন, মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামুলক কার্যক্রম, মাধ্যমিক বিদ্যালয় গুলো যৌন হয়রানী মুক্ত করতে পিয়ার লিডার গ্রুপ গঠন, জেলা উপজেলা পর্যায়ে গঠিত বাল্য বিয়ে প্রতিরোধ কমিটির সদস্যদের প্রশিক্ষন, কিশোররীদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম প্রকল্পে অর্ন্তভুক্ত রয়েছে। অবহতিকরণ সভায়  আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, সিভিল সার্জন ডাঃ মোাহম্মদ শফিউল আজম, সদর উপজেলা নিবার্হী কর্মকতা ফিরোজা পারভীন, কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী ও জেন্ডার প্রমোটর মাকসুদা পারভীন। সভায় স্থানীয় সরকার বিভাগ বগড়া’র উপ-পরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) নিলুফা ইয়াছমিন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ ও উপজেলা পর্যায়ের মহিলা বিষয়ক কর্মকর্তারাসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।