ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নাসিরনগর উপজেলা শাখার সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো:রিয়াজুর রাশিদ রুবেল, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ ০৭:০১:০০ অপরাহ্ন | দেশের খবর

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নাসিরনগর উপজেলা শাখার সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ১০ঘটিকায় নাসিরনগর প্রশিখা হলে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত এবং গীতাপাঠের মাধ্যমে মূল অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

নাসিরনগর উপজেলা শাখার সভাপতি জনাব মো:শফিকুল ইসলাম ইউনুছের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক জনাব মো:আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি জনাব মুন্সি সাব্বির আহাম্মদ।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ফান্দাউক মর্নিং সান কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব নান্টু দেব। -নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো:রিয়াজুর রাশিদ রুবেল, জনাব ফিরুজ আহমেদ,জনাব শিবলী চৌধুরী, জনাব সাজ্জাদ মোর্শেদ সোহান,বকুল চৌধুরী, জনাব শাহআলম,জহিরুল ইসলাম,মাওলানা মোজাম্মেল হক মাসুমীসহ নাসিরনগর উপজেলার সকল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক,পরিচালক,সহ:শিক্ষকসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মুন্সি সাব্বির আহাম্মদ।  তিনি বলেন দেশের প্রায় ৪৫% প্রাথমিক শিক্ষার্থীর লেখাপড়া করার সুযোগ হয় কিন্ডাগার্টেনে। এসকল শিক্ষার্থীরা নানাভাবে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে অনেক এগিয়ে। একটি বাস্তবমুখী নীতিমালা আমরাও কামনা করছি। 

কিন্তু অবাস্তব কোন নীতিমালা করা হলে তা মেনে নেওয়া হবে না। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন একটি গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়নে জন্য সকল কিন্ডারগার্টেন কে কমপক্ষে ১ বছর সুযোগ দিতে হবে সকল শর্ত পূরণ করে নিবন্ধন করার জন্য। এছাড়া তিনি দেশের শিক্ষা খাতে কিন্ডারগার্টেন এর ব্যাপক ভূমিকা ও অবদানের কথা তুলে ধরেন।

 

এ সময় আগত বক্তারা কিভাবে কিন্ডারগার্টেন কে নানান ধরনের হুমকির মুখ থেকে রক্ষা করা যায় তার উপর মতপরামর্শ প্রদান করেন।