বাউল সিরাজ উদ্দিন উপর ভূয়া গীতিকার সন্ত্রাসীদের হামলার ঘটনার প্রতিবাদে বাউল কল্যাণ সমিতি,সিলেট বিভাগের উদ্যোগে ১০ অক্টোবর সোমবার বিকালে সিলেট নগরীর তালতলাস্ত অস্বায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সভাপতি মোঃ কামাল উদ্দিন রাসেল এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক গীতিকার হাবিবুর রহমান হাবিব এর পরিচালনায়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সহসভাপতি বাউল লাল মিয়া,বাউল সূর্য লাল দাস, সাংবাদিক এম মুজিবুর নাট্য অভিনেতা সাহেদ মোশারফ (কটাই মিয়া) আরকুম শাহ শিল্পী গোষ্ঠী ভারপ্রাপ্ত সভাপতি শাহ তফাজ্জুল ভাণ্ডারী,যুক্তরাজ্য প্রবাসী বাউল পৃষ্ট পোষক শাহ আলম, বাউল বশির উদ্দিন
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্বারি আমির উদ্দিন সাংস্কৃতিক পরিষদের সভাপতি মুজিব মালদার,বাউল আব্দুল খালিক,বাউল কল্যাণ সমিতি,সিলেট বিভাগের সহসভাপতি সহ প্রশিক্ষণ বিয়ষক সম্পাদক বাউল শফিক উদ্দিন,বাউল বারিক, গীতিকার ইরন শাহ,এখলাছুর রহমান অাজাদ,বাউল সৌভাগ্য দেবী,বাউল হেলাল উদ্দিন,বাউল আব্দুল খালিক,গীতিকার আলা উদ্দিন হোসেন শাহ,বাউল শিতন বাবু,বাউল ভাসানী,টোল বাধক আনহার প্রমুখ। সভায় বক্তরা বলেন অপসংস্কৃতি দূর করতে বাঙ্গালী জাতির ঐতিহ্য বাউল গানকে আমাদের লালন করতে হবে,ভূয়া লেবাস দারি গীতিকার কখন বাউল হতে পারে না,গানের মাধ্যমে অর্থের বিনিময়ে অনে্য নামে গান ব্যবহার করে এদেশের গুনী বাউল শিল্পীদের অসম্মান করছে। কিছু ভুয়া বাউল শিল্পীরা তাদের বিরুদ্বে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে, জনপ্রিয় বাউল শিল্পী সিরাজ উদ্দিন উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় আইনের আওয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান,পরর্বতী বিশ্বনাথ থানায় মামলা দায়ের,সিলেট জেলা পুলিশ সুপার বরাবরে স্বারক লিপি ও পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে অাব্দুল মোমিনের সাথে বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগ নেতৃবৃন্দের সাক্ষাত করবেন।
সভায় বক্তরা বলেন, অপসংস্কৃতি দূর করতে বাঙ্গালী জাতির ঐতিহ্য বাউল গানকে আমাদের লালন করতে হবে। ভূয়া লেবাসদারি গীতিকার কখন বাউল হতে পারে না। গানের মাধ্যমে অর্থের বিনিময়ে অন্যের নামে গান ব্যবহার করে এ দেশের গুনী বাউল শিল্পীদের অসম্মান করছে।
তারা বলেন, কিছু ভুয়া বাউল শিল্পীরা তাদের বিরুদ্বে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনপ্রিয় বাউল শিল্পী সিরাজ উদ্দিন উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় আইনের আওয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় । কর্মসূচীর মধ্যে রয়েছে বিশ্বনাথ থানায় মামলা দায়ের, মানববন্ধন, সিলেট জেলা পুলিশ সুপার বরাবরে স্বারকলিপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমিনের সাথে বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগ নেতৃবৃন্দের সাক্ষাত।
তারা বলেন, কিছু ভুয়া বাউল শিল্পীরা তাদের বিরুদ্বে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনপ্রিয় বাউল শিল্পী সিরাজ উদ্দিন উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় আইনের আওয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় । কর্মসূচীর মধ্যে রয়েছে বিশ্বনাথ থানায় মামলা দায়ের, মানববন্ধন, সিলেট জেলা পুলিশ সুপার বরাবরে স্বারকলিপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমিনের সাথে বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগ নেতৃবৃন্দের সাক্ষাত।
উল্লেখ্যঃ বিশ্বনাথ উপজেলার তেলিকোনা গ্রামে শাহ তফাজ্জুল ভাণ্ডারীর বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আব্দুর নুর এর সংর্বধনা অনুষ্ঠানে ভূয়া গীতিকারের বিরুদ্বে বক্তব্যের জের ধরে বাউল সিরাজ উদ্দিন উপর এর ভূয়া গীতিকার সন্ত্রাসীরা হামলা করে।