ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বাচ্চারা প্রতিটি দিন বাবাকে মিস করে: ওসি সালাউদ্দিনের স্ত্রী রেমকিম

Author Dainik Bayanno | প্রকাশের সময় : শুক্রবার ১ জুলাই ২০২২ ০৪:০৩:০০ অপরাহ্ন | জাতীয়

 

হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ছয় বছর পূর্তি আজ শুক্রবার। ওই হামলা চলাকালে অভিযানে নিহত হন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন।

এই দুই পুলিশ কর্মকর্তার স্মরণে নির্মিত গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে আজ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছিলেন সালাউদ্দিনের স্ত্রী রেমকিম খান, কন্যা সামান্তা খান ও পুত্র এস এম রায়ান।

শ্রদ্ধা জানানোর পর সালাউদ্দিনের স্ত্রী রেমকিম খান বলেন, ‘‌শুধু এই দিনে আমরা তাকে বেশি মিস করি, বিষয়টি এমন নয়। যেদিন থেকে আমরা ওকে (সালাউদ্দিন) হারিয়েছি, সেদিন থেকে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে আমরা তাকে মিস করি।’

দুই সন্তানের প্রসঙ্গ টেনে রেমকিম খান বলেন, ‘বাচ্চারা (দুই সন্তান) বাবাকে মিস করেনি এমন কোনো দিন আমি দেখিনি। তার (সালাউদ্দিন) অনুপস্থিতিতে বাচ্চারা কীভাবে যে বেড়ে উঠছেৃ। বাবার জায়গাটা আমি মা হয়ে শত চেষ্টা করেও পূরণ করতে পারিনি।’

দুই সন্তানের লেখাপড়া প্রসঙ্গে রেমকিম বলেন, সালাউদ্দিন যখন মারা যায় তখন মেয়েটা সপ্তম শ্রেণিতে আর ছেলেটা কেজি টুতে পড়ত। এখন মেয়েটা দেশের বাইরের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আর ছেলে ঢাকার একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলা চালান জঙ্গিরা। তাঁরা অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করেন। ভয়াবহ ওই হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে পুরো দেশ।

সেদিন জঙ্গিরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেন ২০ দেশি-বিদেশি নাগরিককে, যাঁদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি। সেই রাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তাও নিহত হন।