ঢাকা, শনিবার ৪ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

বান্দরবানে কেএনএফ সন্ত্রাসীদেরর বিরুদ্ধ সাঁড়াশী অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

এইচ এম সম্রাট,বান্দরবান | প্রকাশের সময় : শনিবার ৬ এপ্রিল ২০২৪ ১২:৫০:০০ অপরাহ্ন | জাতীয়

তিনটি ব্যাংকে ডাকাতি, অস্ত্রলুট ও ব্যাংক ম্যানেজার অপহরনর ঘটনায় যারা জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (৬এপ্রিল) বেলা ১১টায় রুমা সোনালী ব্যাংক পরিদর্শন কালে রুমা উপজেলা কমপ্লেক্সে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন। তিনি আরও বলেন, আজ থেকে ব্যাংকে ডাকাতি, অস্ত্রলুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে এবং এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনা করবে। এছাড়া এ ঘটনায় গোয়েন্দাদের ব্যার্থতা থেকে থাকলে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এসময় মন্ত্রী সোনালী ব্যাংক,পুলিশ ব্যারাকসহ বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকার সাধারন মানুষের সাথে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপি, বিজিবি প্রধান মেজর জেনারেল মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ভিডিপি"র মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম,বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: মেহেদী হাসানসহ উর্ধ্বতন কর্মকর্কাগণ উপস্থিত ছিলেন।