ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

বান্ধবীর আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করায় তরুণ গ্রেফতার

ফরহাদ খান, নড়াইল : | প্রকাশের সময় : বুধবার ২০ সেপ্টেম্বর ২০২৩ ০৬:১৫:০০ অপরাহ্ন | দেশের খবর
বান্ধবীর ছবি এডিট করে আপত্তিকর ভাবে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে পল্লব শেখকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার (২০ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পল্লব নড়াইল সদরের শেখহাটি গ্রামের বাবু শেখের ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী তরুণীর বাবা জানান, পল্লব সম্প্রতি তার মেয়ের ছবি এডিট (সম্পাদনা) করে আপত্তিকর ভাবে ফেসবুকে ছেড়ে দেয়। ভুক্তভোগীর পরিবার বিষয়টি পুলিশকে অবগত করেন। গত মঙ্গলবার বিকেলে পল্লবকে শেখহাটি থেকে গ্রেফতার করা হয়। পল্লব এ বছর এসএসসি পাশ করেছে।  

নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান বলেন, পল্লব এর আগেও কয়েকজন বান্ধবীর ছবি আপত্তিকর ভাবে এডিট করে ফেসবুকে পোস্ট করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।