চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে এইচ ফ্যাশন অ্যান্ড প্রিন্টিং কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের লুণ্ঠিত গার্মেন্টসপণ্য উদ্ধার করেছে পুলিশ। একইসাথে এ ঘটনায় জড়িত দুই চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম শান্ত ও মো. আকরাম হোসেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে নগরীর বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে থানার রৌফাবাদ সংলগ্ন পাহাড়িকা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা লুণ্ঠিত একটি সিএনজি ট্যাক্সিও উদ্ধার করা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কাজী তারেক আজিজ বলেন, গত ৪ ডিসেম্বর বায়েজিদের রৌফাবাদ কেডিএস অ্যাপারেলসের সামনে ভাড়া করা সিএনজিতে মালামাল উঠিয়ে রওয়ানা দেওয়ার সময় এইচ ফ্যাশন অ্যান্ড প্রিন্টিং কোম্পানির ডেলিভারিম্যান মো. বেলাল হোসেনের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে কয়েকজন ব্যক্তি। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই ব্যক্তিরা ডেলিভারিম্যান বেলাল ও সিএনজি ড্রাইভার মো. জহিরকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে তারা ডেলিভারিম্যান ও সিএনজি ড্রাইভারের কাছ থেকে ৪ লাখ টাকা মূল্যমানের ৬ হাজার ২৪০ পিস কার্ট প্যানেল (টুকরো কাপড়) ও একটি সিএনজি জোরপূর্বক নিয়ে চলে যায়। এই ঘটনায় কোম্পানির ম্যানেজার বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালিত হয়। এতে লুণ্ঠিত মালামাল ও সিএনজি উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার পরবর্তী দুই চাঁদাবাজ ও ছিনতাইকারীকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বায়ান্ন/প্রতিনিধি/একে