ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

বিশ্বনাথে ১০ম ডেফোডিল ক্রিকেট টুর্ণামেন্টে বিশ্বনাথ থিয়েটার চ্যাম্পিয়ন

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : শুক্রবার ১ মার্চ ২০২৪ ০৩:০২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের বিশ্বনাথে ‘১০ম ডেফোডিল ক্রিকেট টুর্ণামেন্ট’র শ্বাসরুদ্ধকর ফাইনালে বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বনাথ থিয়েটার। বুধবার দুপুর ২টার দিকে বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়ার মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বিশ্বনাথ থিয়েটার করে ১৪৬ রান। জবাবে ডেফোডিল এসোসিয়েশন ৬ উইকেটে করেছে ১৪৫ রান। ফলে ১ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বনাথ থিয়েটার। এ নিয়ে এই টুর্ণামেন্টে ৪র্থ বারের মতো চ্যাম্পিয়ান হলো বিশ্বনাথের নাট্য সংগঠন বিশ্বনাথ থিয়েটার।

প্রতিবছরের ন্যায় এবছরও বিশ্বনাথ উপজেলার সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিয়ে বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন আয়োজন করে এ আমন্ত্রণমূলক টূর্নামেন্টের। বুধবার খেলা শেষে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ডেফোডিলের অতিথি প্লেয়ার ফখরুল আহমদ।

বিশ্বনাথ থিয়েটারের পক্ষে খেলায় অংশ নেন- বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, সহ সভাপতি সোহেল বাদশা, সাধারণ সম্পাদক নবীন সোহেল, যুগ্ম সম্পাদক মুহিন আহমদ, সদস্য ডা. পিউল দেব সৈকত, জুয়েল আহমদ, ডা. সজল কান্তি তালুকদার, ফয়জুল আহমদ, অতিথি প্লেয়ার মাজহরুল ইসলাম, শামীম উদ্দিন, মাজেদ।

বিশ্বনাথ ডেফোডিলের হয়ে খেলায় অংশ নেন- বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী, তন্ময় দেবরায়, যুগ্ম সম্পাদক বকুল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাবেল আহমদ খান, অর্থ সম্পাদক সৌমিত্র ধর, সহ অর্থ সম্পাদক জসিম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ হৃদয়, সদস্য ইলিয়াস আলী, ইয়াসির আলী, আবির আহমদ, হাবিবুর রহমান, অতিথি প্লেয়ার ফখরুল ইসলাম।