ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল

বসির আহাম্মেদ,ঝিনাইদহ : | প্রকাশের সময় : রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ ০৪:৩২:০০ অপরাহ্ন | দেশের খবর

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের এইচএসএস সড়কে বিএনপি’র দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জেলা ছাত্রদল। এতে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেসময় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনার পাশাপাশি চলমান আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এই অবৈধ সরকারের অধীনে কোন নির্বাচন হতে দেওয়া যাবে না। নির্দলীয় তত্ত্বাবোধায়ক সরকারের অধীনের বাইরে কোন নির্বাচন জনগন মেনে নেবে না।