ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

বেনাপোল পোর্ট থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ১৪ জন আটক

মনির হোসেন, বেনাপোল | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ০৫:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর

যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব মো. রাসেল মিয়া এর দিক নির্দেশনায় বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ১৪ জন আসামিকে বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দিনভর অভিযান চালিয়ে আটক করেন।

আসামীরা হলেন, ১। মোঃ সাগর হোসেন (২৪), পিতা- আনোয়ারুল ইসলাম, সাং-বড় আচঁড়া, ২। মোঃ আল আমিন (২২), পিতা-আলতাব গাজী, সাং-কাগজপুকুর পূর্বপাড়া ৩। কলিম, পিতা-আঃ রহমান, সাং-সাদিপুর আস্তানাপাড়া, ৪। মোঃ আল আমিন (২৯), পিতা-মৃঃ আলতাপ হোসেন,  সাং-ভবেরবেড়,  ৫। মোঃ এরশাদ আলী, পিতা-ইলিয়াস খাঁ, সাং-গাজীপুর,  ৬। মোঃ ইমরান হোসেন রনি (২৬), পিতা-মোলাম হোসেন, সাং-কাগজপুকুর ৭। মোঃ আল আমিন (২৭), পিতা-হাবিবুর রহমান  হবি, সাং-ভবেরবেড়, ৮। মোঃ সাইদ আলী, পিতা-মোঃ মুনছুর আলী, সাং-ভবেরবেড়,  ৯। মোঃ মাসুদ রানা (২১), পিতা-মোঃ মন্টু মিয়া, সাং-কাগমারী (রেল লাইন), ১০। মোঃ সেলিম সরদার (৩০), পিতা-মৃত শাহিন সরদার, মাতা-আমেনা খাতুন, সাং-নারায়নপুর  ১১। মোঃ মশিয়ার রহমান  মশি (৩৫), পিতা-ইউনুস আলী, সাং-বড় আচড়া  ১২। মোঃ কামাল হোসেন (২৮), পিতা-মৃঃ ইউসুফ হালদার, সাং-ভবেরবেড় ১৩। মোঃ মুক্তার আলী মোড়ল (৩৭), পিতা-মোঃ পাঞ্জাব আলী, মাতা-জহুরা খাতুন, সাং-সাদিপুর, ১৪। মোঃ খলিলুর রহমান, পিতা-মৃত আবুল হোসেন, সাং-কাগজপুকুর, সর্ব থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।

গ্রেপ্তারকৃত আসামীগণদের ৫ ডিসেম্বর যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএ