ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

সেবা না পেয়ে জন্ম নিবন্ধনের সকল ডকুমেন্টস ছিড়ে ফেললেন প্রবাসী

বিজয়নগর প্রতিনিধি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ০৫:৫২:০০ অপরাহ্ন | দেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার সাইমন নামের এক প্রবাসী সকাল ১০টা হতে লাইনে থেকে সেবা না পেয়ে ক্ষোভে ৩:৩০ মিনিটে নিজের সকল ডকুমেন্টস ছিড়ে ফেললেন উপজেলা চত্বরে।

বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে বিজয়নগর উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।

বিজয়নগরে জন্ম নিবন্ধন সংশোধন করতে মাত্রাতিরিক্ত মাত্রায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণের । জন্ম নিবন্ধনের ভোগান্তি যেন লাগামহীন। কেউ মাসের পর মাস ঘুরে সংশোধন করতে পারছেন। আবার কেউ ঘুরে ঘুরেও সেবা বঞ্চিত হচ্ছেন। নিজের জন্ম নিবন্ধন করতে ঠিক করতে গিয়ে বাপ-দাদার জন্ম নিবন্ধন করতে বেগ পোহাতে হয় সাধারণ জনগণের।

অনেক দৌড়াদৌড়ি, অনুরোধ করে যখন কাজ হয় না তখন নিরবে ক্ষোভ নিয়ে বসে থাকেন অনেকেই। অনেকে আবার ক্ষোভে সাইমনের মত সকল কাগজপত্র ছিড়ে ফেলেন।

নিজ দেশের নাগরিকত্ব সম্পন্ন করতে এত ভোগান্তি কোন জায়গায় আছে বলে মনে হয় না বলে ভুক্তভোগীর দাবী। 

আজ সরেজমিনে উপজেলার প্রশাসনিক কর্মকর্তার অফিসের সামনে গেলে দেখা যায় বিরাট লাইন। সেখানে ৩টা ৩০মিনিটের ভুক্তভোগীদের কাছে জানা যায় সকাল ১০ঘটিকা হতে অপেক্ষমান থেকেও সুরাহা পাচ্ছে না। তাই সারাদিন অপেক্ষা করে ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার সাইমন মিয়ার সকল কাগজপত্র ক্ষোভে ছিড়ে ফেলে চলে যান। 

এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা মো: খন্দকার রাসেল জানান, যেকোনো জন্ম নিবন্ধন ইউএনও স্যার অনুমোদন না দিলে আমার কিছু করার থাকে না। এরপরেও অতি জরুরী বিষয়গুলো অগ্রাধিকারের ভিত্তিতে করে থাকি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সাথে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএ