ব্রাহ্মণবাড়িয়ার সদরের চিনাইর, আখাউড়া স্থলবন্দর সড়ক ও কসবাসহ জেলার বিভিন্ন সড়কের চলাচলকারী নারীদের টার্গেট ছিলো এই প্রতারক চক্রের। কয়েকজন সদস্যের এই চক্রটি দীর্ঘদিন ধরে নকল স্বর্ণের বার দেখিয়ে গ্রামের সহজ-সরল নারীদের আকৃষ্ট করে সুযোগ বুঝে ছিনিয়ে নিতো তাদের সর্বস্ব।
সোমবার (৬ জানুযারি) রাতে চক্র জেলার সদর উপজেলা চিনাইর এলাকায় আখাউড়াগামী এক নারীর কাছ থেকে স্বর্ণের বার দেখিয়ে প্রতারণা কালে প্রতারক চক্রের এক সদস্য সাদ্দাম হোসেনকে (৪০) নামে আটক করেছে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে নকল স্বর্ণের বারসহ আটক করে থানায় নিয়ে যায়। সে সদর উপজেলার সুলতানপুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি জেলার বিভিন্ন সড়ক পথে চলাচলকারী নারীদের টার্গেট করে তাদের প্রতারণার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আটক প্রতারক চক্রের সদস্য সাদ্দাম জানায়, তার সহযোগি, আলাউদ্দিন, জসিম, শরিফ, লিমা, আরশাদুল এই অপকর্ম চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ঘটনাস্হলে উপস্হিত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার (এসআই) মোঃ দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা এসেছি। এসে ঘটনার সত্যতা পেয়েছি। আটক প্রতারক চক্রের সদস্য কাজটি একা করেনি। তার সাথে যারা ছিল অন্যরা পালিয়ে গেছে। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বায়ান্ন/এসএ