ঢাকা, শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ই অগ্রহায়ণ ১৪৩১

মাগুরায় মুক্তিযুদ্ধের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধারা

মিরাজ হাসান মাগুরা প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২২ নভেম্বর ২০২২ ০৭:০৪:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে ২২ নভেম্বর মঙ্গলবার সকালে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে "এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি" অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাগুরা জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ।মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ মাগুরা ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস.এম আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহম্মদ আলী হোসেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাগুরা, মোঃ জিয়াউল হাসান প্রধান শিক্ষক সরকারি বালক উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম। নতুন প্রজন্মের ছাত্র -ছাত্রীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধকরণের জন্য জেলা তথ্য অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে তিন শতাধিক ছাত্র , শিক্ষক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং কাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে কুইজে বিজয়ী ছয় জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।