মানিকগঞ্জের সিংগাইরে দীর্ঘদিনের চলাচলের যাতায়াতের রাস্তা ভেঙ্গে দখলে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। অভিযুক্ত জাহাংগীর সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা লক্ষীপুর গ্রামের লুৎফর মিয়ার ছেলে ।
জানা গেছে, সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের উলাইল মৌজায় আর এস ৬৪১ দাগে নিজ বাড়িতে যাতায়াতের জন্য প্রায় ১১ বছর আগে দুই শতাংশ জমি কিনে যাতায়াতের রাস্তা বানান আমির হোসেন।
শনিবার (১৪ ডিসেম্বর) ভোর বেলা জাহাংগীর তার ২২/২৩ জন ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে সেই রাস্তার ইটের দেয়াল ভেংগে দেয় । পরে টের পেয়ে আমির হোসেন এলাকাবাসীকে ডাকলে তারা জাহাংগীরের এহেন অপকর্মের নিন্দা জানিয়ে পরে বিষয়টি সমাধানের জন্য গ্রাম্য সালিশের তারিখ নির্ধারণ করেন।
আমির হোসেন বলেন, রাস্তাটি আমি প্ৰকৃত মালিকের নিকট থেকে অনেক আগে কিনেছি। জাহাংগীর স্থানীয় হওয়াতে আমাকে মেরে ফেলাসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে অনেক দিন যাবৎ। আজকে পরিকল্পিতভাবে ভোরে কেউ ঘুম হতে জাগেনি সেই সুযোগে ২২/২৫ জন লোক ভাড়া করে এনে রাস্তাটি ভেঙ্গে দেয়। রাস্তাটি দিয়ে আমাদের পরিবারসহ প্রায় অনেকগুলো পরিবার ব্যবহার করে আমি তাদের কখনো বিনিময় চাইনি পরকালের আশায় ।
সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাংগীর বলেন, যাতায়াতের রাস্তা বন্ধ করা অমানবিক কাজ। এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে অবশ্যই ।
বায়ান্ন/এসএ