ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

মার্কেটে ক্রেতাদের আনাগোনা অনেকটাই কম

মোঃ রেজাউল করিম মজুমদার গাজীপুর : | প্রকাশের সময় : শুক্রবার ২৩ জুন ২০২৩ ০৩:০৮:০০ অপরাহ্ন | দেশের খবর
 
আগামী (২৯ জুন) আসন্ন কোরবানি ঈদ, ঈদ মানে হাসি ঈদ মানে খুশি, এই পবিত্র হাসি খুশির দিন উদযাপন করতে নতুন জামা কাপড় কেনাকাটা থেকে শুরু করে, আত্মীয়স্বজন ভাই বন্ধুদেরকে ঈদের দাওয়াত দিয়ে নিজের বাড়িতে এনে খাওয়ানোর জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে রাখা মানে বাজার থেকে সবকিছু কেনাকাটা করে আনা। গতবছরেও দেখা গেছে, ঈদ আসার ১০/১২ দিন আগে থেকেই নতুন জামা কাপড় ও মুদি মালের যাবতীয় জিনিস কেনাকাটায় ব্যস্ত সময় কাটাতেন ক্রেতারা, কিন্তুু এবার পুরো ভিন্নতা দেখা গেছে, বাজার ঘিরে নেই কাস্টমারদের আনাগোনা সীমিত আকারে চলছে কেনাকাটা। বসে বসে বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা, কারণ বছরের দুইটি ঈদের বেচাকেনায় ব্যবসায়ীদের পুরোপুরি ভাবে স্বাবলম্বী করে তোলে। এক ক্রেতার সাথে কথা বলে জানা যায়, আমি ছোট থেকে দেখেছি আমার বাবা প্রতিবছর কোরবানি দিতেন, তারপর থেকে আমিও কয়েক বছর যাবত দিয়েছি শুধু তাই নয় গত বছরও আমি কোরবানি দিয়েছি, কিন্তুু এবছর কোরবানি দেওয়ার মতো আমার কোনো পরিস্থিতি নেই, টাকার সংকট মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আমারও তাই হয়েছে। এবার তো কোরবানি দূরের কথা বাকি জিনিস কেনাকাটার মতোও কোনো অবস্থা নেই আমার। জিনিসের দাম যে হারে বাড়ছে আমাদের মধ্যবিত্তদের জন্য দিনদিন কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে, আগে যে জাগায় একসাথে ৫ লিটার তেল কিনতাম এখন সেখানে দুই থেকে তিন লিটার তেল কিনতে হয়। কর্মজীবীদের পরিশ্রমের তুলনায় তাদের মজুরি বাড়েনি, তাহলে কিভাবে সম্ভব খেটে খাওয়া মানুষদের পরিপূর্ণভাবে সুন্দর ভাবে চলা। বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, কোরবানি ঈদকে সামনে রেখে কিছু নিত্যপণ্য আইটেম আমরা স্টকে রেখেছি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে, কিন্তুু এবার কাস্টমার একদম কম। কিছু নিত্যপণ্যের জিনিস এর দাম দুই তিন গুণ বেড়ে যাওয়ার কারণে ক্রেতাদের নাগালের বাহিরে চলে গেছে। তাই এবার সব মার্কেট ঘিরে বেচাকেনার অবস্থা অনেকটাই খারাপ। এবার ব্যবসার লাভের টাকা বাদ দিয়ে পুঁজির টাকা মিলাতে অনেকটাই হিমশিম খেতে হবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী মালিকরা।