ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

মুক্তাগাছায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই মেলা শুরু

ময়মনসিংহ ব্যুরো: | প্রকাশের সময় : শুক্রবার ২৪ ডিসেম্বর ২০২১ ০৭:৫৩:০০ অপরাহ্ন | দেশের খবর
ময়মনসিংহের মুক্তাগাছায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগীতায় ৪ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। 
 
শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে  ৪দিনব্যাপী এ বই মেলার উদ্বোধন করা হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মনসুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী।
 
মেলায় দেশ-বিদেশের ৭০টি প্রকাশনীর ১০ হাজারেরও বেশি বই রয়েছে ।
 
বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে বইমেলার আয়োজক কর্তৃপক্ষ জানান, আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে এ ভ্রাম্যমান বই মেলার আয়োজন করা হয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন বিখ্যাত লেখকদের উপন্যাস, গল্পের বই, রম্যরচনা, ভ্রমনকাহিনী, কবিতার বই, প্রবন্ধের বই, নাটকের বই, জীবনীগ্রন্থ থেকে শুরু করে ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন ও অনুবাদসহ সব ধরনের প্রায় ১০ হাজার বই রয়েছে।
 
বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রকাশিত বইগুলো ৩০% কমিশনে, বাংলাদেশী প্রকাশনীর বই ২৫% কমিশনে এবং ভারতীয় প্রকাশনীর বইগুলো নির্ধারিত মূল্যের দেড়গুন দামে বিক্রি করা হবে। বইমেলা ২৪ ডিসেম্বর থেকে ২৭ডিসেম্বর পর্যন্ত চলবে।