ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

মেট্রোরেলের টিএসসি স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত

অনিক কর্মকার | প্রকাশের সময় : রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ০৪:৩৭:০০ অপরাহ্ন | জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিরাপত্তা ও বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে মেট্রোরেলের টিএসসি স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি এই স্টেশন বন্ধ থাকবে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে বিষয়টি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। 

তিনি জানান, সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার একটি সভায় উপস্থিত ছিলাম। সেখানে ক্যাম্পাসের নিরাপত্তা বজায় রাখার জন্য টিএসসি মেট্রো স্টেশন বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়, যা পরবর্তীতে মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে গৃহীত হয়েছে।

প্রক্টর সাইফুদ্দীন আহমদ আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ৬টি পয়েন্ট বন্ধ করার পরও মেট্রো স্টেশন দিয়ে লোকজন ক্যাম্পাসে প্রবেশ করতে পারে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে শিগগিরই আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বলেও তিনি জানান।

বায়ান্ন/একে