ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

যশোর মাঙ্কিপক্স সন্দেহে ভারত ফেরত রোগী আইসোলেশনে

যশোর প্রতিনিধি | প্রকাশের সময় : শুক্রবার ১০ জুন ২০২২ ১১:২১:০০ অপরাহ্ন | জাতীয়

 

মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভারত ফেরত এক ব্যক্তিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, ওই ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত কিনা তা জানার জন্য নমুনা পরীক্ষা করা হবে।  জিানা গেছে, ঝিনাইদহের শৈলকূপা থানার ইব্রাহিম শাহের ছেলে মোহাম্মদ আব্বাস আলী (৪২) শুক্রবার বেলা ১১ টার দিকে ভারত থেকে বেনাপোল ইমিগ্রেশন পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় ইমিগ্রেশরে দায়িত্বরত চিকিৎসক মহাসিনা আক্তার রুম্পার সন্দেহ হলে আব্বাসকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। যদিও চিকিৎসক রোগীর ছাড়পত্রে চিকেন পক্স হিসেবে উল্লেখ করেছেন। আব্বাস আলীর পাসপোর্ট নম্বর হলো ইই০৩৩১৪১৮।  হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দিগ্ধ আব্বাস আলী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। সংশিষ্ট বিভাগের চিকিৎসকরা তাকে দেখভাল করছেন। রোগীর শারীরিক অবস্থা দেখে মনে হয়েছে তিনি চিকেন পক্সে আক্রান্ত। তবুও তার নমুনা পরীক্ষা করা হবে। ফলাফল দেখে নিশ্চিত হওয়া যাবে এটা চিকেনপক্স না মাঙ্কিপক্স। শনিবার তার নুমনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।  যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, বেনাপোল ইমিগ্রেশন থেকে চিকেনপক্সে আক্রান্ত এক ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে শুনেছি।