ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

মৌলভীবাজার জেলা যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, মা ও চাচীর মৃত্যু

স্বপন দেব, মৌলভীবাজার | প্রকাশের সময় : রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ০২:২৭:০০ অপরাহ্ন | দেশের খবর

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা তার মা শেখ মেহরুন নেসা (৬৫) ও চাচী ফুলেছা বেগম (৬০) শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। 

শনিবার রাত তিনটার দিকে মোস্তফাপুর গ্রামের নিজ বাড়িতে এই অগ্নিকান্ডে ঘটনা ঘটে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার জানান, রাতে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে আগুন নেভানো শুরু করেন। সেসময় বাড়িতে থাকা শেখ মেহরুন নেসা ও ফুলেছা বেগম আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন। 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

বায়ান্ন/প্রতিনিধি/একে