ঢাকা, বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

রূপগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

সাইদুর রহমান, রূপগঞ্জ | প্রকাশের সময় : বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ০৩:৩০:০০ অপরাহ্ন | দেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। 

বুধবার (৪ ডিসেম্বর) সকালে তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদের নেতৃত্বে তারাবো পৌরসভার রূপসী এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ, তারাবো পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রাজিব আহমেদ, যুবদল নেতা শাহ আলম প্রদান, বিএনপি নেতা মোখলেস ভূইয়া, যুবদল নেতা মনজুরুল ইসলাম, তাইজুল ইসলাম, কাজী আরিফ’সহ অনেকে। 

এ সময় সদস্য সচিব কাজী আহাদ বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে কি করা হবে তা ৩১ দফায় স্পষ্ট উল্লেখ রয়েছে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর কোন ফ্যাসিবাদ তৈরি হবে না। দেশের সম্পদ কেউ লুটপাট করে বিদেশে পাচার করতে পারবে না।

বায়ান্ন/প্রতিনিধি/একে