লক্ষ্মীপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরে ১১৪ কোটি ১৫ লক্ষ ২৫ হাজার ৩৩৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (২৫ জুন) দুপুরে জনতার ঘর সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরউদ্দিনন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইটিসি ও শিক্ষা) মেহের নেগার, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল, সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা বিএমএ সভাপতি আশফাকুর রহমান মামুনসহ পৌরসভার কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রায়পুর পৌরসভায় ৬৩ কোটি টাকার বাজেট ঘোষণা হয়েছে। রায়পুর পৌরসভা ২০২৩-২৪ অর্থবছরের ৬৩ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। রবিবার (২৫ জুন) বিকেলে পৌরসভার সভাকক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট।
ঘোষিত বাজেটে উন্নয়ন ও অবকাঠামো খাতে বেশি ব্যয় দেখানো হয়েছে। তবে এই বাজেটে কোন নতুন করারোপ করা হয়নি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বাজেটে রায়পুর শহরে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন মূ্র্যাল নির্মাণ, প্রধান কয়েক সড়ক ভারী সংস্কার, শিশু পার্ক নির্মাণ, নতুন পৌরভবন নির্মাণ, নির্মাণাধীন পৌর সুপার মার্কেটের ২য় ও ৩য় তলা নির্মাণ, কেন্দ্রীয় বাসটার্মিনালের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন খাতে ঘোষিত বাজেটে ব্যয় ধরা হয়েছে। এসব খাতে সরকারি অনুদান ও দাতা সংস্থার প্রতিশ্রুত প্রকল্পকে ব্যয়ের খাত হিসেবে উপস্থাপন করা হয়।
বাজেটে পৌর বৃত্তি ও গুণিজন সংবর্ধনা, খেলাধুলা, সাংস্কৃতিক ও বৃক্ষরোপণ খাতে বিপুল অঙ্কের ব্যয় দেখানো হয়। সব মিলিয়ে ৬৩ কোটি ৯৭ লাখ ১৭ হাজার ৯৯০ আয় ও সমপরিমাণ টাকা ব্যয় দেখানো হয় বাজেটে।
সাংবাদিকদের প্রশ্নোত্তরে পৌর মেয়র রুবেল ভাট জানান, রায়পুর পৌরসভা হচ্ছে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমরা এই প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক নগর হিসাবে রূপ দিতে কাজ করছি। বর্তমান সরকার এ ব্যাপারে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে।
তিনি বলেন, খুব শিগগিরই রায়পুর পৌরসভা যানজট ও ফুটপাথমুক্ত করা হবে। বর্জ্য ব্যবস্থাপনায় আরও আধুনিকায়ন আনা হবে।
এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, পৌরসভার সচিব আবদুল কাদের, হিসাবরক্ষণ কর্মকর্তা মো শাহাদাত হোসেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
নতুন কোন করারোপ ছাড়াই রামগঞ্জ পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ৬৪ কোটি ৪৪লাখ ৩৫ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৫ জুন) বেলা ১১টার দিকে পৌর সম্মেলন কক্ষে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী জনাকীর্ণ সাংবাদিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন।
পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন পৌর প্রকৌশলী একে এম মোস্তাফিজুর রহমান পৌর হিসাব রক্ষক মোঃ ইব্রাহিম মিয়া, পৌর কাউন্সিলন ফয়সাল মাল, জনী মজুমদার, রামগঞ্জ বাজার কমিটির সভাপতি আকবর হোসেন , সাংবাদিক পাটওয়ারী হোসেন শরীফ, মনির হোসেন বাবুল, জাকির হোসেন পাটওয়ারী, জহিরুল ইসলাম, বেলায়েত হোসেন বাচ্চু, ওমর ফারুক পাটোয়ারী, সাখায়েত হোসন জাহাঙ্গীর, হাসানু জ্জামান প্রমুখ। এছাড়া বাজেটের উপর মুক্ত আলোচনায় সাংবাদিক, পৌর কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, টি.এল.সি.সি কমিটির সদস্য, নাগরিক সমাজ, পেশাজীবী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রস্তাবিত এ বাজেটে ব্যয় ৫৭ কোটি, ৮৫ লাখ ৫৫ হাজার টাকা ও সমাপনী স্থিতি ৬ কোটি ৫৮লাখ ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়।