মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে শহীদ নীরা বাউরী দিবস পালিত হয়েছে। পূর্ব পাকিস্তান চা শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে নীরা বাউরী শহীদ হন।
বুধবার সকাল ৯টায় চা শ্রমিকরা নীরা বাউরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা হয়।
চা শ্রমিকদের দৈনিক কাজের সময় ৮ ঘন্টা ও এর বাইরে কাজে ওভার টাইমের পারিশ্রমিকের দাবিসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চলমান শান্তিপূর্ণ শ্রমিক ধর্মঘট হয়। ৫৩ বছর আগে ১৯৬৯ সালে ১৩ এপ্রিল পুলিশের গুলিতে ডানকান ব্রাদার্স শমশেরনগর চা বাগানের কারখানার পাশে শ্রমিক নীরা বাউরী শহীদ হন। কয়েকজন চা শ্রমিক আহত হন। এ আন্দোলনের নেতৃত্ব দেন চা শ্রমিক নেতা মফিজ আলীসহ চা বাগানের প্রবীন নেতৃবৃন্দ। পুলিশের গুলিতে নীরা বাউরীর মৃত্যুর পর আন্দোলন জোরালো হয়ে উঠে। চা শ্রমিকরা এই দিনটিকে স্মরণ করে প্রতি বৎসর ১৩ এপ্রিল শহীদ নীরা বাউরী দিবস পালন করে আসছে।
চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নৃপেন বাউরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, মনু দলই ভ্যালির সাধারণ সম্পাদক নির্মল দাস পাইনকা, চা বাগান পঞ্চায়েত এর সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল প্রমুখ নেতৃবৃন্দ।