ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জ বাজারে গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী সাদাত মান্নান অভি

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ০৬:৪০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

আসন্ন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে দিনব্যাপী গণসংযোগ করেছেন, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পরিকল্পনামন্ত্রী, এম এ মান্নান এমপির পুত্র অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি।

 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল থেকে দিনব্যাপী শান্তিগঞ্জ বাজারের গণসংযোগ করেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, এম এ মান্নান এমপির সাবেক রাজনৈতিক সচিব ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া,  উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুক পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট নুর আলম, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল গণি ভান্ডারী, জয়কস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রিপন তালুকদার, সহ সভাপতি জমিল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মিয়া, কোষাধ্যক্ষ হাফিজ রশিদ আহমদ, প্রচার সম্পাদক আতিকুর রহমান, সদস্য রায়হান আহমেদ, নুর হোসেন,

উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, সদস্যা তৈয়বুন নেছা, শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী জানে আলম, ইউসুফ আলী, জসীম উদ্দিন, হারুন মিয়া, মুজিব হোসেন মারুফ, ছালিক মিয়া, সোলেমান, জয়কলস ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বাউল আজিজ রেজা সহ প্রমূখ।

গণসংযোগে শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা সাদাত মান্নান অভিকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শতস্ফুর্ত ভাবে সমর্থন দিয়ে স্লোগান দিতে থাকেন।